হিসাব সমীকরণ || Accounting Equation
হিসাব সমীকরণঃ
যে সমীকরণের মাধ্যমে প্রতিটি লেনদেন সঠিক ভাবে ব্যাক্ষা করা যায় তাকে হিসাব সমীকরণ বলে
A=L+OE
সম্পদ=দায়+মালিকানা স্বত্ব
L = Liabilities (দায়)
OE = Owner's Equity (মালিকানা স্বত্ত্ব)
সম্পদঃ
সম্পত্তি হলো প্রতিষ্ঠানের মালিকানাধীন এমন কোন বস্তু যা প্রতিষ্ঠানকে ভবিষ্যত আর্থিক সুবিধা প্রদান করবে। সম্পত্তি সাধারণত মূলধনজাতীয় ব্যয় থেকে সৃষ্টি হয় এবং ভবিষ্যত আর্থিক সুবিধা প্রদান করে। যেমন- আসবাবপত্র, দালানকোঠা, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, নগদ জমা, ব্যাংকে জমা, লাভ-লোকসান আবণ্টন হিসাবের ডেবিট উদ্বৃত্ত, ইত্যাদি।
দায়ঃ
একটি ব্যাবসায়ের মোট সম্পত্তির বিপরীতে মালিক ব্যতীত তৃতীয় পক্ষের দাবীকে দায় বলে। যেমন- বিবিধ পাওনাদার, প্রদেয় বিল, বকেয়া ব্যয়, অনুপার্জিত আয়, ঋণপত্র, বন্ধকী ঋণ, ইত্যাদি।
মালিকানা স্বত্ত্ব: একটি ব্যাবসায়ের মোট সম্পত্তির বিপরীতে মালিকের দাবীকে মালিকানা স্বত্ত্ব বা মূলধন বলে। যেমন- শেয়ার মূলধন, শেয়ার অধিহার, জমাকৃত মুনাফা, সাধারণ সঞ্চিতি, বিশেষ সঞ্চিতি, ইত্যাদি।
মালিকানা স্বত্ত্ব: একটি ব্যাবসায়ের মোট সম্পত্তির বিপরীতে মালিকের দাবীকে মালিকানা স্বত্ত্ব বা মূলধন বলে। যেমন- শেয়ার মূলধন, শেয়ার অধিহার, জমাকৃত মুনাফা, সাধারণ সঞ্চিতি, বিশেষ সঞ্চিতি, ইত্যাদি।
মালিকানা স্বত্বঃ
ব্যবসায় শিক্ষায় মালিকানা স্বত্ব বলতে কোনো ব্যবসায় এ মালিকের দাবি যোগ্য সম্পদকে বুঝায়। ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই মালিকানা সত্ব।
হিসাব সমীকরণের বর্ধিত রূপঃ
A=L+C+R-Ex-D
A=Assets (সম্পদ)L= Liabilities (দায়)
C= Capital (মূলধন)
R = Revenue (আয়)
Ex= Expenses (খরচ)
D= Drawing (উত্তোলন)
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url