সম্পদ || Assets শ্রেণীর হিসাব সমূহ
সম্পদঃ (Asset)
সম্পদ হলো প্রতিষ্ঠানের মালিকানাধীন এমন কোন বস্তু যা প্রতিষ্ঠানকে ভবিষ্যত আর্থিক সুবিধা প্রদান করবে। সম্পত্তি সাধারণত মূলধনজাতীয় ব্যয় থেকে সৃষ্টি হয় এবং ভবিষ্যত আর্থিক সুবিধা প্রদান করে। যেমন- আসবাবপত্র, দালানকোঠা, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, ব্যাংকে জমা, লাভ-লোকসান আবণ্টন হিসাবের ডেবিট উদ্বৃত্ত, ইত্যাদি।সম্পদ শ্রেণির হিসাবসমুহঃ
- নগদান হিসাব
- ব্যাংক হিসাব
- আসবাবপত্র হিসাব
- কলকব্জা ও যন্ত্রপাতি হিসাব
- প্রাপ্য হিসাব /দেনাদার হিসাব
- প্রাপ্য বিল হিসাব
- বিনিয়োগ হিসাব
- অগ্রিম খরচ হিসাব
- বকেয়া আয় হিসাব
- অফিস সরঞ্জাম হিসাব
- অফিস সাপ্লাইজ হিসাব
- মজুদ পণ্য হিসাব
- ভূমি ও দালানকোঠা হিসাব
- যন্ত্রপাতি হিসাব
- সুনাম হিসাব
সম্পদের প্রকারভেদঃ
সম্পদ ৪ প্রকার ।
১.স্থায়ী সম্পদ
২. দীর্ঘমেয়াদি বিনিয়োগ
৩. চলতি সম্পদ
৪. অলীক সম্পদ
১.স্থায়ী সম্পদ
২. দীর্ঘমেয়াদি বিনিয়োগ
৩. চলতি সম্পদ
৪. অলীক সম্পদ
ডেবিট-ক্রেডিট নির্ণয়ঃ
সম্পদ বাড়লে..... ডেবিট
সম্পদ কমলে...... ক্রেডিট
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url